ইলন মাস্কের স্টারলিংক আনতে চায় সরকার
আড়িপাতা পদ্ধতি বহাল রেখেই দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করতে চাইছে সরকার। এতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) তথ্য দেয়ার ব্যবস্থা রাখা হবে।
এ ছাড়া যখন-তখন সরকারের জারি করা আদেশও মেনে চলতে হবে স্যাটেলাইট কোম্পানিকে। বিটিআরসির এক খসড়া গাইডলাইনে এসব কথা বলা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সেই একচেটিয়া প্রভাব খাটানো এবং বিচার বিভাগীয় তদারকি এড়িয়ে যাওয়ার প্রবণতা এই গাইডলাইনে দেখা যাচ্ছে। গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা বিবেচনা করলে খসড়াটি প্রশ্নবিদ্ধ।
তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে বৈশ্বিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ বিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক। প্রচলিত ইন্টারনেট সেবা মুঠোফোন টাওয়ার ও সাবমেরিন ক্যাবল নির্ভর হলেও স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়।
এ কারণে পৃথিবীর দুর্গম অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়ার সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির। বিশ্বের প্রায় ৫০টির বেশি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে।