ভার্চুয়াল ক্লাস মনে হবে বাস্তব

করোনা মহামারির এ সময়ে পড়ালেখা নির্বিঘ্ন করতে এবার নতুন পণ্য নিয়ে আসছে মুকেশ আম্বানির জিও। কম্পানির বার্ষিক বৈঠকে সম্প্রতি ‘জিও গ্লাস’ আনার ঘোষণা দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এর মাধ্যমে ভারতে ৩ডি হলোগ্রাফিক ভিডিও কলিংয়ের যাত্রা শুরু হতে চলেছে।
জিও গ্লাস দেখতে সাধারণ চশমার মতো। এটি ফোনের সঙ্গে যুক্ত করে ভিডিও কল এবং মিটিং করলে ৩ডি হলোগ্রাফিক পরিবেশ মিলবে। ফলে অনেক দূরে থাকলেও ফোনের ওপারে থাকা ব্যক্তিকে দেখা যাবে চোখের সামনে। বাস্তবের সঙ্গে মিলেমিশে যাবে ভার্চুয়াল জগৎ। এ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট কিরণ টমাস বলেন, জিও গ্লাস উন্নততম প্রযুক্তির এমনই এক উদাহরণ, যেখানে ব্যবহারকারীরা সর্বোৎকৃষ্ট মিক্সড রিয়ালিটি পরিষেবা পাবেন। এর মাধ্যমে ভূগোল শেখার প্রচলিত প্রথা ইতিহাসে পরিণত হবে। এ গ্লাসের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস বাস্তব মনে হবে।
মোট ২৫টি মিক্সট রিয়ালিটি অ্যাপ এটিতে সাপোর্ট করবে। ফলে প্রথম ব্যবহারেই ব্যবহারকারীর মনে তাদের এই নতুন গেজেট দাগ কাটতে পারবে বলে আশাবাদী রিলায়েন্স জিও কর্তৃপক্ষ।