ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯

১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১১৭ রানে ভারতকে আটকে দিলো বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিনের তাণ্ডবে আগে ব্যাট করা ভারত ১১৭ রান করতে পেরেছে।

রোববার মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে শুরু হয় শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

ব্যাট হাতে নেমে গোঙ্গাদি তৃষার ফিফটিতে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন।

শুরু থেকেই ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন।

ভারতীয় ইনিংসে প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে ফিরিয়েছেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারো এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই আউট সানিকা চালকে।

এরপর ৪১ রানের জুটি গড়ে বিপদ থেকে দলকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির বিদায়ের পর ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে তিনি ৪৭ বলে ৫২ রান করেন।

বাংলাদেশের পক্ষে ৩১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিন।

উপরে