৫-২ গোলে দুর্দান্ত জয় আর্সেনালের
উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে পরাজিত করেছে আর্সেনাল। যেখানে প্রথমার্ধে মোট ৭ গোল হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও আর্সেনাল তাদের ৫-২ ব্যবধান ধরে রেখে জয় পায়।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই আর্সেনাল এগিয়ে যায় গাব্রিয়েল মাগালায়েসের গোল দিয়ে। এরপর ২৭ মিনিটে লেয়ান্দ্রো ত্রসার্ড দ্বিতীয় গোল করেন, আর ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে আরও শক্ত অবস্থানে নিয়ে আসেন মার্টিন ওডেগার। ঠিক দুই মিনিট পর সফরকারীদের হয়ে দুর্দান্ত গোল করেন কাই হাভার্টজ, যেটি ম্যাচে ওয়েস্ট হ্যামকে ফেরানোর এক ধরনের সুযোগ সৃষ্টি করে।
এদিকে, চার গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর কিছু ওয়েস্ট হ্যাম সমর্থক গ্যালারি ছেড়ে চলে যান। তবে ৩৮ মিনিটে অ্যারন ওয়ান-বিসাকা এবং ৪০ মিনিটে এমেরসন ফ্রি কিক থেকে দুটি গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। কিন্তু যোগ করা সময়ে, আর্সেনাল আবারো ব্যবধান বাড়ায়। পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন বুকায়ো সাকা।
এই জয় দিয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।