ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৫

হারের দায় নিজের কাঁধেই নিলেন বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক
হারের দায় নিজের কাঁধেই নিলেন বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজে সময় পার করেছেন তিনি। তবে ৭ মাস পর ওয়ানডে খেলতে নেমে আবারো রানের দেখা পান বাংলাদেশ অধিনায়ক।

দলের হয়ে এদিন সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তারপরও ম্যাচ হারের দায় নিজের কাঁধে নিলেন শান্ত।

২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছিল বাংলাদেশ। রান তাড়ায় সহজেই জয়ের পথে এগোচ্ছিল শান্তর দল। কিন্তু ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়েছে টাইগাররা।

ব্যাটিংয়ে এমন ধসের শুরুটা অবশ্য শান্তকে দিয়ে। তবে তার আগে ৬৮ বলে ৪৭ রান করেছেন শান্ত। অল্পের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে ৫৫ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন নবি।

শান্ত যখন সাজঘরে ফেরেন তখন বাংলাদেশের রান ৩ উইকেটে ১২০। এরপর আর ২৩ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় তারা। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।

এমন হারের পর শান্ত বলেছেন, 'আমরা প্রথম ১৫-২০ ওভার ভালো খেলেছি, ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে, আমাদের আরো আক্রমণাত্বক হওয়া দরকার ছিল। উইকেট বোলারদের জন্য সহজ ছিল। আমি মনে করি শহীদি এবং নবি খুব ভালো ব্যাট করেছে।'

উপরে