ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪ ১০:২৯

ক্রিকেটকে বিদায় বললেন ম্যাথু ওয়েড

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটকে বিদায় বললেন ম্যাথু ওয়েড

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে একাই ফাইনালে তুলেছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতেছিল অজিরা। তবে ওয়েডের খেলা সেমিফাইনালে তার ইনিংসটি সকলেই মনে রাখবেন আজীবন। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়েড এবার সকল প্রকার ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের অবসরের ঘোষণা দেন ওয়েড। এর আগে গত মার্চে অবশ্য টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে অবসরের পর অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন তিনি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেই কোচিং ক্যারিয়ার শুরু করবেন ওয়েড।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার রান সাড়ে ৪ হাজারের বেশি। তিন ফরম্যাট মিলিয়ে পাঁচটি শতক আছে ৩৬ বছর বয়সি ওয়েডের। অবসর নিয়ে ওয়েড বলেন, 'আমি পুরোপুরিভাবে জানতাম যে আমার আন্তর্জাতিক দিনগুলো সম্ভবত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ (বেইলি) এবং অ্যান্ড্রু'র (ম্যাকডোনাল্ড) সাথে অনেক কথা হয়েছে। গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার পথে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।'

উপরে