আফগানদের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন হলো বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে চ্যালেঞ্জটা ভালোই জানিয়েছিল বাংলাদেশ। তবে আফনগানিস্তানের সেদিকুল্লাহ আতাল নিজের ব্যাটকে আজ বানিয়েছেন খাপখোলা তলোয়ার। ৯৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে একা হাতেই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৫৪ রান করেন। সমান ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তবে টপ অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। জিশান আলম ও সাইফ হাসান ব্যাট করেছেন এক শ’র কম স্ট্রাইকরেটে।