এক যুগ পর ফাইনালে ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক
উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। এ জয়ে দীর্ঘ এক যুগ পর এই প্রতিযোগিতার ফাইনালের টিকিট পেল তারা।
বুধবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে জয় তুলে নেয়।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন দিয়েগো। আর একটি আত্মঘাতী গোল। ইউক্রেনের হয়ে গোল দুটি করেন ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি।
প্রসঙ্গত, ফুটসালের ইতিহাসের সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও ২০১২ সালের পর আর শিরোপা ঘরে তুলতে পারেনি তারা।