ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ২ অক্টোবর, ২০২৪ ১৮:২৩

ক্রিকেটার সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটার সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও তলব করেছে সংস্থাটি।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলেছে বিএফআইইউ।

সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ সিরিজ খেলার জন্য ভারতে অবস্থান করছেন। তার নামে মামলা থাকার কারনে তিনি দেশের মাটিতে আসতে অনিহা প্রকাশ করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তার বিষয়টি সাবিক খোলামেলা আলোচনা করলেও বোর্ড সাফ জানিয়ে দিয়েছে ‘সাকিবকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বোর্ডের নয় বরং সরকারের।’

সংশ্লিষ্ট সংবাদ

উপরে