‘ড্যাশিং’ লুকে নজর কাড়লেন ধোনি
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফ্যাশন সচেতন তারকাদের একজন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের জার্সি থেকে অবসরের পর এখনো সেই ফ্যাশন ও স্টাইলের জন্য মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসেন ভারতের সাবেক এ অধিনায়ক। সম্প্রতি ধোনির নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন স্টাইলিস্ট আলিম হাকিম। সঙ্গেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্টটি পছন্দ করেছেন আড়াই লাখের বেশি মানুষ।
ধোনি ভক্তরা প্রিয় তারকার ছবি দেখে রীতিমতো উচ্ছ্বসিত। একজন মন্তব্য করেছেন, ‘৪০ বছর বয়সী ধোনিকে এ লুকে ২৫ বছর বয়সী মনে হচ্ছে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘আমি নিজে এমন একটা লুকই চেয়েছিলাম। ধোনি সেটা করে দেখালেন।’
দীর্ঘ সময় ধরে গুঞ্জন চলার পর ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। তবে তিনি এখনো ভারতীয় প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিচ্ছেন।