ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১৭:৫২

ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি স্থগিত

অনলাইন ডেস্ক
ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি স্থগিত

আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-শ্রীলঙ্কার। কিন্তু ম্যাচটি স্থগিত করা হয়েছে। ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিসিসিআই জানিয়েছে আজ মঙ্গলবার সকালে পান্ডিয়ার করোনা পজিটিভ হয়। পান্ডিয়ার সংস্পর্শে আসা আটজন খেলোয়াড়কে শনাক্ত করেছে মেডিকেল টিম। অন্য কোনো সদস্যেরও করোনা হয়েছে কি না এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজকের ম্যাচটি স্থগিত হলেও বাতিল হচ্ছে না। এই ম্যাচটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত। ওই ম্যাচে ১৬ রান খরচায় ১ উইকেট শিকার করেছিলেন ক্রুনাল পান্ডিয়া। 

উপরে