ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৭

‘মেসির বেতন গ্রহণযোগ্য না’

অনলাইন ডেস্ক
‘মেসির বেতন গ্রহণযোগ্য না’

মেসি আর বার্সা নিয়ে যেন জল্পনা-কল্পনা শেষই হচ্ছে না। বেতন না কমালে ক্লাব ছাড়তে হবে লিওনেল মেসিকে, এবার ঠিক এরকম হুশিয়ারিই দিয়ে বসলো বার্সেলোনার এক প্রেসিডেন্ট পদপ্রার্থী। জানুয়ারির ২৪ তারিখে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া ৯ প্রার্থীর একজন হচ্ছেন এমিলি রুসাঁদ।

পূর্বে ক্লাবের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা এই ব্যবসায়ীর মতে, মেসির বর্তমান বেতন ক্লাবের কাছে একটি বোঝার মতো। তার পাঁচ লক্ষ ইউরোর সাপ্তাহিক বেতনকে বহন করা ক্লাবের জন্য অলাভজনক।

কাতালান এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আমাদের মেসির সাথে বসতে হবে, এবং তাকে বেতন কমাতে বলতে হবে। তার বর্তমান বেতন ক্লাবের অর্থনৈতিক কাঠামোর জন্য টেকসই না। যদি সে বেতন কমাতে রাজি না হয়, তাহলে তাকে ক্লাব ছাড়তে হবে।’

 

উপরে