ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০ ০৯:৪১

কোহলিকে রান আউট করিয়ে ট্রোলের শিকার রাহানে

অনলাইন ডেস্ক
কোহলিকে রান আউট করিয়ে ট্রোলের শিকার রাহানে

বিরাট কোহলিকে রান আউট করিয়ে চরম ট্রোলের শিকার হলেন অজিংকা রাহানে। দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে তাকে আউট করার রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। ব্যক্তিগত ৭৪ রানের মাথায় আউট হলেন তিনি এবং সেই আউটে অবদান কোহলিরই ডেপুটি রাহানের। 

মিড অফে হালকা টোকা দিয়েই তিনি রানের জন্য কল করেন বিরাটকে। বিরাট নন স্ট্রাইকিং প্রান্ত ছেড়ে মাঝপিচে পৌঁছনোর পর রাহানে না বলতে থাকেন। উল্টোমুখে ফেরত যাওয়ার আগেই বল বোলারের হাতে চলে যাওয়ায় রান আউট কোহলি। এই দুর্ঘটনার পরেই অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নেন রাহানে। 

সোশ্যাল মিডিয়ায় এরপর থেকেই রাহানেকে নিয়ে চলছে ব্যাপক ট্রোলিং। সহ অধিনায়ক যদি ব্যাট হাতে বড় রান করতেন তাহলে ট্রোলিং হয়তো ততটাও হত না। কিন্তু ৪২ রানে মিচেল স্টার্কের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি।  টুইটারে এক ব্যক্তি লিখেছেন, টেস্টে কেন রাহানে একবারও রান আউট হয়নি সেটা আজ বোঝা গেল। একজন লিখলেন, কোহলির শতরান আজ নিশ্চিত ছিল, রাহানের ভুলে ম্যাচটাই হয়তো হাতছাড়া হয়ে গেল। কেউ কেউ আবার পরের তিনটে ম্যাচে কোহলির অনুপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। কোহলি ছাড়া এই ব্যাটিং অর্ডারের কী হাল হবে তা নিয়ে চিন্তায় অনেকেই। একজন আবার রাহানেকে অস্ট্রেলিয়ার এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন।

উপরে