ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ১৩:০৬

অনুশীলনে ব্যস্ত সাকিব

অনলাইন ডেস্ক
অনুশীলনে ব্যস্ত সাকিব

ক্রিকেট থেকে নির্বাসন শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন দেশে। দেশে ফিরেই আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য বিপ টেস্টে সর্বোচ্চ স্কোর করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় এক বছরেরও অধিক সময় পর 'হোম অব ক্রিকেটে' এটি তার প্রথম অনুশীলন। টুর্নামেন্টে সাকিব খেলবেন জেমকন খুলনার হয়ে।

এদিকে রোববার অনুশীলনে ইতিবাচক মনোভাব দেখা যায় সাকিবের মধ্যে। শফিউল ইসলাম,মেহেদী হাসান ও আল-আমিনের সঙ্গে বেশ ঘাম ঝড়িয়েছেন অনুশীলন সেশনে। তবে এদিন বল হাতে তেমন ব্যস্ত ছিলেননা তিনি।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট সিরিজের উপলক্ষ্যে বিকেএসপিতে ব্যক্তিগর কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেসিন ফাহিমের তত্বাবধানে চার সপ্তাহের অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সিরিজটি স্থগিত হওয়ায় তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে বিকেএসপিতে এই অনুশীলনের খবর কাউকে জানতে দেননি সাকিব। তবে ওই সময় বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আব্দুল্লাহ হেল কাফি ও তরুণ বক্সিং কোচ আরিফুল করিমের সহায়তা নিয়েছিলেন বলেও খবর বেরিয়েছে। যা তার ফিটনেস লেভেলকে সঠিক অবস্থায় ফিরিয়ে আনে।

উপরে