ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০ ০৯:৫০

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ফেলে দিলেন সাকিব

অনলাইন ডেস্ক
সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ফেলে দিলেন সাকিব

বিশ্বের সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে সামনে দেখে আবেগ ধরে রাখতে না পেরে দৌঁড়ে ছবি তুলতে গিয়েছিলেন এক ভক্ত। কিন্তু না জিজ্ঞেস করে সামাজিক দূরত্ব ভেঙে মুখের সামনে ফোন তুলতেই রেগে গেলেন সাকিব। শুধু রেগেই যাননি, বিরক্ত হয়ে সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশনে এই ঘটনা।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন। ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি।   ঘটনার ব্যাপারে জানতে চাইলে সেই ভক্ত, মোহাম্মদ সেক্টর বলেন, আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

 

 

উপরে