দেশে ফিরেই কোয়ারেন্টাইন বিধি ভাঙ্গলেন সাকিব!
আজ ভোরবেলায় নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আর দুপুরেই রাজধানীর গুলশানে একটি রিটেইল কোম্পানির আউট লেট উদ্বোধনের ফিতা কেটেছেন।
কিন্তু প্রশ্ন উঠছে দেশে ফিরে মাত্র ২৪ ঘন্টা না যেতে সাকিব এই সময়টায় লোকালয়ের ভিড়ে এই দোকান উদ্বোধন করে সরকারের করোনা বিধি বিধান ভঙ্গ করেছেন কিনা?
বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা বিধিতে কোয়োরাইন্টাইন পালনের যে বিধান রেখেছে তাতে স্পষ্ট- সাকিব কোয়েরাইন্টাইনের নিয়মটা ভেঙ্গেছেন।
গুলশানে সাকিব যে দোকানটি উদ্বোধন করেছেন তাদের কর্তৃপক্ষের দাবি এতে কোয়েরাইন্টাইনের কোন বিধি-বিধান ভঙ্গ হয়নি।
এই রিটেইল শপের এক কর্তা খালেদুর রহমান সাংবাদিকদের জানান-‘ আমরা জানি যে কোন যাত্রীর করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট থাকলে এবং বিমান বন্দরে মাপা তাপমাত্রা অনুযায়ী জ্বর না থাকলে তার আর কোয়েরাইন্টাইনের প্রয়োজন হয় না।’