আবারও ইনজুরিতে মাশরাফি
অনলাইন ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার। আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তিনি। সিটি ক্লাব মাঠে অনুশীলন করতে গিয়েই পুরনো ইনজুরির শিকার হন সাবেক অধিনায়ক।
চিকিৎসক জানিয়েছেন, শিগগিরই স্ক্যান করাতে হবে। তারপর বোঝা যাবে ইনজুরি কোন পর্যায়ে আছে তার? বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মাশরাফির হ্যামস্ট্রিংয়ে চোট আছে, সে আমাকে ফোন করেছিল। আমি মাশরাফীকে দেখে বলেছি, ৩-৪দিন পর স্ক্যান করানো হবে। স্ক্যান শেষেই বোঝা যাবে ইনজুরি কতটুকু গুরুতর। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে কি না, এই ব্যাপারে কিছু বলে নি এখনো।’
কয়েকদিন ধরেই ঝড় বয়ে যাচ্ছে মাশরাফির ওপর দিয়ে। তার প্রিয় ২ সন্তান হুমায়রা ও সাহেল মোর্ত্তজা করোনায় আক্রান্ত। এবার নিজেও পড়েছেন ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পিছু নেয়া ইনজুরির ছোবলে।