একই ক্লাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার?
একই ক্লাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড পাওলো মালদিনির, লিস্টে দুই নম্বরে টট্টি, তিনে মেসি। লিওনেল মেসিকে মানা হয় রেকর্ডের বরপুত্র। বার্সেলোনাতে কাটিয়ে দিয়েছেন বিশ বছর। ম্যাচ খেলেছেন ৭৩১। তবে, এক ক্লাবের হয়ে ওর চেয়েও বেশি ম্যাচ খেলার রেকর্ডটা মেসির নয়। তালিকায় এল এম টেন তিন নম্বরে।
লিওনেল মেসি আর বার্সেলোনা। শব্দ দুটো একে অপরের সমার্থক। হ্যা তাই তো, কাতালান ক্লাবটার হয়ে যা কিছু করা বা জেতা সম্ভব সবই করেছেন মেসি। গোল অ্যাসিস্ট বা ট্রফি জয়ে এগিয়ে থাকলেও একটা জায়গায় ওর চেয়ে এগিয়ে আছে কেউ কেউ।
২০০১ সালে শুরু। ২০ বছর পার করেছেন বার্সায়। ম্যাচ খেলেছেন ৭৩১ টা। ৬৩৪ গোলের সাথে ট্রফি জিতেছেন ৩৪টা।
ওর চেয়ে এগিয়ে দুইজন। সবার ওপরে ৩১ বছর মিলানে কাটানো পাওলো মালদিনি। ৩৩ গোল করা ডিফেন্ডার ট্রফি জিতেছেন ২৫টা।
স্বদেশী ফ্রান্সেসকো টট্টি রোমায় খেলেছেন ২৮ বছর। ম্যাচ খেলেছেন ৭৮৬। গোল তিনশোর ওপর।
তিনে মেসি তো চার নম্বরে রিয়ালের ইকার ক্যাসিয়াস। ২৫ বছরে লস ব্লাঙ্কোদের ৭২৫ ম্যাচ খেলে ১৯ ট্রফি জিতেছিলেন ইকার।
বিশ বছর চেলসিতে থাকার সময়টায় জন টেরি ছিলেন বিশ্বসেরাদের একজন। ৭১৭ ম্যাচ খেলে ৬৭ গোলের সাথে ১৭ ট্রফি জয়।
লিস্টে আছেন টেরির চেয়ে এক বছর বেশি সময় ম্যান ইউ'তে থাকা গ্যারি নেভিল। ৬০২ ম্যাচ খেলে জিতেছিলেন ২০ ট্রফি।
মেসি ছাড়া সবাই রিটায়ার্ড। অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে আসবে মেসির এক বছর আগে ২০০০ সালে আতলেতিকোর হয়ে খেলা শুরু করা কোকের নাম।
সব জ্বল্পনা কল্পনা শেষে বার্সেলোনাতেই আছেন মেসি। ক্যারিয়ারটা যদি শেষ করেন এখানে, নিশ্চিতভাবেই দখলে নেবেন বাকি সব রেকর্ডের।