ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৩:২৭

হাসপাতাল বানাতে এবার নিজের জার্সি নিলামে দিবেন মাশরাফি

অনলাইন ডেস্ক
হাসপাতাল বানাতে এবার নিজের জার্সি নিলামে দিবেন মাশরাফি

ব্রেসলেটের পর এবার নিলামে উঠছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও দেশসেরা ক্রিকেটার মাশরাফি মুর্তজার জার্সি। নিলামে বিক্রি হওয়া ওই অর্থ নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যয় হবে। ‘অকশন ফর অ্যাকশন’ নামক একটি সংস্থা জার্সির নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে।

সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর নিলাম হওয়ার কথা রয়েছে। এর আগে মাশরাফির ব্রেসলেট নিলামে ওঠে। সেটি বিক্রি হয় ৪০ লাখ টাকা। এর একটি অংশ ইতোমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়েছেন মাশরাফি। বাকি ২৫ লাখ টাকা এবং জার্সি বিক্রির টাকা দিয়ে নড়াইলে ১০ শয্যার হাসপাতাল করা হবে। মাশরাফির নিজের যে প্রিয় জার্সি নিলামে উঠতে যাচ্ছে, তা নিয়ে তিনি ২০১৯ বিশ্বকাপে খেলেছেন। মাশরাফির গড়া স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘মাশরাফি নিজেই ঘোষণা দিয়েছেন যে, তার প্রিয় জার্সি নিলামে বিক্রি করবেন। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর এ নিলাম হওয়ার কথা রয়েছে। নিলামে জার্সি বিক্রির অর্থ নড়াইলে ১০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরির কাজে ব্যয় করা হবে।’

 

উপরে