লঙ্কা প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলামে সাকিব
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘লঙ্কা প্রিমিয়ার লিগ’ শুরু হতে যাচ্ছে। আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। তার আগে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও। নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২৯ অক্টোবর সাকিবের এক বছর মেয়াদি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
সাকিব ছাড়াও আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরোসহ প্রায় ১৫০ জন শীর্ষস্থানীয় ক্রিকেটার।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবেন দলে। পাঁচটি দলে মোট ৩০ জন বিদেশি ও ৬৫ জন দেশি ক্রিকেটার নিতে পারবে।
কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা- এই পাঁচটি শহরের নামে খেলবে পাঁচটি দল। দেশের ৩ ভেন্যু রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ও সুরিয়া মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো (২৩টি) ম্যাচ।