ইউ-টার্ন নিয়ে অনুশীলনে মেসি
দলের অন্য সদস্যরা বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করালেও ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় মেসি ছিলেন অনুপস্থিত। রোববার (৬ সেপ্টেম্বর) সেই পরীক্ষা করিয়েছেন তিনি। আর সোমবার যোগ দিয়েছেন অনুশীলনে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করছেন বার্সা অধিনায়ক।
মেসি ক্লাবের মেডিকেল ও অনুশীলন বর্জন করায় সবাই ধরে নিয়েছিল তাকে মনে হয় ধরে রাখতে পারবে না বার্সেলোনা। কিন্তু বুধবার একেবারেই ইউ-টার্ন নিয়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী জানিয়ে দেন, আরেকটি মৌসুম অর্থাৎ ২০২১ সালের জুন পর্যন্ত থেকে যাচ্ছেন বার্সেলোনায়। সেই লক্ষ্যে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। গত ২৫ আগস্ট বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন মেসি। এরপর টানা ১১ দিন চলেছে দুই পক্ষের মধ্যে রশি টানাটানি। অবশেষে তার অবসান ঘটেছে এবং বিশ্বসেরা ফুটবলার ফিরেছেন বার্সার অনুশীলনে। কাতালান ক্লাবটি প্রথম প্রাক প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আগামী শনিবার, ন্যাস্টিক ডি ট্যারোগোনার বিপক্ষে। তবে ওই ম্যাচে মেসির না খেলারই সম্ভাবনা বেশি। কারণ, ম্যাচের আগে এক সপ্তাহ কম অনুশীলন করার সুযোগ পাচ্ছেন তিনি।