ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ১৯:০৭

এবার আইপিএলকেও না বলে দিলেন রায়না

অনলাইন ডেস্ক
এবার আইপিএলকেও না বলে দিলেন রায়না

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ মৌসুমে খেলবেন না হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছেন তিনি।

এক টুইটের মাধ্যমে এমন খবর নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথের কথায় বোঝা যাচ্ছে, পারিবারিক কারণেই হয়তো ভারতে ফিরে গেছেন রায়না। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে রায়নার ভারত ফেরার খবর জানিয়েছে চেন্নাই।

কাশি বিশ্বনাথের বয়ানে চেন্নাই সুপার কিংসে টুইটারে লেখা হয়েছে, ব্যক্তিগত কারণে সুরেশ রায়না ভারতে ফিরে গেছে এবং আইপিএলের বাকি মৌসুমে তাকে আর পাওয়া যাবে। এ সময়টা কাটিয়ে উঠতে রায়না ও তার পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন রয়েছে।

রায়নাকে না পাওয়া চেন্নাইয়ের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেননা দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় এ টপঅর্ডার ব্যাটসম্যান। ২০০৮ সালের প্রথম আসর থেকে এখনো পর্যন্ত চেন্নাইয়ের সবকয়টি মৌসুমেই খেলেছেন রায়না।

 

উপরে