ভাইরাসমুক্ত গেইল, ফিরছেন আইপিএলে
আইপিএলে ওয়েস্টইন্ডিজের যে ক্রিকেটাররা আসছেন তার মধ্যে ক্রিস গেইল অন্যতম ৷ এই তারকার ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমী দর্শক৷ তবে হঠাৎ তাকে নিয়ে প্রশ্ন উঠে গেল৷ কারণ সম্প্রতি জন্মদিনের পরেই করোনা পজিটিভ হয়েছেন উসেইন বোল্ট৷ আর বোল্টের পার্টিতে গিয়েছিলেন ক্রিস গেইলও৷ জামাইকায় বোল্টের বার্থডে ব্যাশে অংশ নিয়েছিলেন পার্টিপ্রেমী গেইল৷
বোল্টের করোনা পজিটিভের খবরে বেশ চিন্তায় ছিলেন গেইল। কিছুদিন পরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এর আগে করোনায় পজিটিভ হলে আইপিএলে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যেত। বোল্ট পজিটিভ জানার পর ২ বার গেইল নিজের করোনা পরীক্ষা করান৷ আর সুখবর, তাতে তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ এখন নিশ্চিন্তে আইপিএলে যোগ দিতে পারছেন গেইল।
খুব তারাতারি সংযুক্ত আরব আমিরাতে পৌছাবেন এই ব্যাটসম্যান। বিমানবন্দরে করোনা পরীক্ষার পর ছয়দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। পরবর্তীতে পাঁচদিনে তিনবার করোনা পরীক্ষা হবে। প্রত্যেকবার করোনা টেস্টে নেগেটিভ আসলেই কিংস ইলাভেন পাঞ্জাবের স্কোয়াডে যোগ দিতে পারবেন গেইল।
গেইল কে খুব তারাতারি কিংস ইলাভেন পাঞ্জাবের হয়ে মাঠে খেলতে দেখা যাবে আইপিএলে। সব টিক থাকলে এমনটায় আশা করবেন ব্যাটসম্যান ভক্তরা।
কিংস ইলেভেন পাঞ্জাব সমর্থকের আশা, খুব শিগগিরই আইপিএলে দেখা যাবে ক্যারিবিয়ান এই ব্যাটিং দানবকে।