ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ আগস্ট, ২০২০ ২২:৫১

হকি ফেডারেশন থেকে সাঈদকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
হকি ফেডারেশন থেকে সাঈদকে অব্যাহতি

এমনটা ঘটতে যাচ্ছে অনুমিতই ছিল। গত সাত মাসের বেশি সময় ধরেই হকি ফেডারেশনে আসছেন না নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। নির্বাহী কমিটির টানা চারটি সভায়ও দেখা যায়নি তাকে। এ কারণেই তার অবস্থান জানতে চেয়ে চিঠি দেয় হকি ফেডারেশন। কিন্তু তিনি সেই চিঠির জবাবে নিজের অবস্থান না জানিয়ে উল্টো আইনি নোটিশ পাঠান হকি ফেডারেশনকে।

তার পথ ধরেই এবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার হকি ফেডারেশনের সভাপতির সঙ্গে পাঁচ সহ-সভাপতি আলোচনায় বসে নিয়েছেন এই সিদ্ধান্ত।

গত বছর আলোচিত ক্যাসিনো বিরোধী অভিযানের পরই আত্মগোপনে আছেন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি মুমিনুল সাঈদ। এরপর প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না তাকে। অভিযানের পর কিছুদিন ফেডারেশনের সঙ্গে কিছুটা যোগাযোগ রাখলেও এরপর একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন তিনি। এ কারণেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার এই সংক্রান্ত চিঠি সাঈদের বাসার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার কথা। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদেও অনুলিপি দেওয়া হবে।

 

উপরে