ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৫ আগস্ট, ২০২০ ১৭:৫১

অনেকদিন পর বিসিবিতে এসে সাকিবকে চাইলেন পাপন

অনলাইন ডেস্ক
অনেকদিন পর বিসিবিতে এসে সাকিবকে চাইলেন পাপন

করোনার মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন তাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে দীর্ঘদিন পর বিসিবি বস এলেন তার অফিসে। শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে নাজমুল হাসান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সামনেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। সেই সময়েই সাকিবের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে। বিসিবি বস বলেছেন, তিনি ওই সফরেই সাকিবকে পেতে চান।

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। সেখানে করোনাবিধি মেনে কোয়ারেন্টিন শেষে শুরু হবে অনুশীলন ম্যাচ। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। স্বাভাবিকভাবেই তাকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তবে পরের দুটি টেস্টে পেতে আইনগত কোনো বাধা নেই। সাকিবের প্রত্যাবর্তন নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, 'যখনই সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে, তারপরই সে আমাদের হয়ে খেলতে পারবে। তখন থেকেই তাকে পাওয়া যাবে। সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। '

তবে এক বছর নিষেধাজ্ঞা কাটানো সাকিবের ফিটনেস একটা বড় ইস্যু হয়ে উঠবে। নাজমুল বলেন, 'এর সঙ্গে তার ফিটনেস ও প্রস্তুতির ব‌্যাপার আছে। এ কারণে সে নিজের মতো করে অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে, খেলতে পারবে। আমরা এখন থেকেই তাকে দেখব। আইন অনুসারেই সে আমাদের ফিজিও-কোচের সঙ্গে আলাদা কাজ করতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। আমরা তাকে আগেই শ্রীলঙ্কায় যেতে বলব। ওখানেও তাকে পর্যবেক্ষণ করা যাবে। এসব নিয়েই আলাপ-আলোচনা হচ্ছে।'

উপরে