ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ আগস্ট, ২০২০ ২০:৫৯

'গোপন বোলিং অ্যাকশন' রপ্ত করছেন তাইজুল

অনলাইন ডেস্ক
'গোপন বোলিং অ্যাকশন' রপ্ত করছেন তাইজুল

বাংলাদেশের সেরা স্পিনারদের একজন তিনি। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল অভিষেকের ছয় বছর পরও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে থিতু হতে পারেননি। করোনা পরবর্তী সময়ে বিসিবি যখন ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে, তখন তাইজুল ব্যস্ত তার 'গোপন বোলিং অ্যাকশন' নিয়ে। সব কন্ডিশনে সুবিধা আদায়ের জন্য নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তুলছেন বাঁহাতি এই স্পিনার। 

তাইজুলকে বোলিংয়ে পরিবর্তন আনতে বলেছেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি। মিরপুর-শের-ই বাংলায় একক অনুশীলন শেষে সাংবাদিকদের তাইজুল বলেন, 'সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি। আশা করি, খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।'

২৮ বছর বয়সী স্পিনার নিজেই অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছিলেন। এরপর ভেট্টরি তাকে উৎসাহ দেন। তাইজুলের ভাষায়, 'নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম, বল ভালোই হচ্ছে। এরপর কোচের সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হলো। উনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করছি। বোলিং অ্যাকশনে পরিবর্তনের জন্য বলে প্রচুর ভেরিয়েশন পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে।'

উপরে