ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১০ আগস্ট, ২০২০ ১১:৩২

করোনা আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

অনলাইন ডেস্ক
করোনা আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল

মস্তিষ্কের টিউমার অপসারণ করে সুস্থ হয়ে উঠেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। দুঃসহ সেই স্মৃতি পিছনে ফেললেও বিপদ কিন্তু পিছু ছাড়েনি তার। তাই তো নতুন লড়াই শুরু করেছেন তিনি। তার যুদ্ধটা এবার করোনাভাইরাসের বিরুদ্ধে। বাঁ-হাতি এ স্পিনারের শরীরে বাসা বেঁধেছে অদৃশ্য এ শত্রু। খবর নিশ্চিত করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার নিজেই।

শনিবার (৮ আগস্ট) করোনা পরীক্ষা করান মোশাররফ হোসেন। টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। নিজের ঘরেই আইসোলেশনে আছেন এখন। তবে তিনি একা নন। মোশাররফের পরিবারেও হানা দিয়েছে করোনা। কোভিড-১৯ এ আক্রান্ত তার বাবার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউ’তে রাখা হয়েছে। 

স্ত্রী ও সন্তানদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় মোশাররফ তাদের শ্বশুর বাড়ী পাঠিয়ে দিয়েছেন।

গত বছর ৩৮ বছরের খেলোয়াড় মোশাররফের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় চার মাস চিকিৎসা শেষে সুস্থ হন বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

 

উপরে