ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ জুলাই, ২০২০ ১৪:৪৯
সূত্র :

ঘরে করোনা, পরিবারসহ কোয়ারেন্টিনে সৌরভ

অনলাইন ডেস্ক
ঘরে করোনা, পরিবারসহ কোয়ারেন্টিনে সৌরভ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এবার সাবেক ভারতীয় অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীর পরিবারে। তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী করোনা পজিটিভ হয়েছে। এরপর থেকেই কোয়ারেন্টিনে আছেন সৌরভ। স্নেহাশিস গাঙ্গুলী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব পদে আছেন।

করোনা ধরা পড়ায় স্নেহাশীষকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সিএবিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর ছিল তার। আজ (বুধবার) পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছে।’ সৌরভের কাছের এক সূত্র জানিয়েছে, ‘আজ সন্ধ্যায় পরীক্ষার ফল এসেছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী, সৌরভকে নির্দিষ্ট একটা সময় কোয়ারেন্টিনে থাকতে হবে।’ কিছুদিন আগে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন করোনার আক্রান্ত হওয়ায় নিজ বাড়িতে ফিরেছিলেন স্নেহাশীষ। এ ব্যাপারে এখনো সৌরভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

উপরে