লন্ডনে পাপনের সফল অপারেশন
প্রোস্টেটের অপারেশন করাতে গতমাসের তৃতীয় সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সর্বশেষ খবর, গতকাল বুধবার (৮ জুলাই) নাজমুল হাসান পাপনের অপারেশন সফল হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বোর্ড সভাপতির অপারেশন সফল হয়েছে এবং তিনি ভাল আছেন।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর অপারেশন শেষ হয়েছে। লন্ডনে বিসিবি সভাপতির সঙ্গে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আছেন তার স্ত্রী ও এক মেয়ে। নাজমুল হাসান পাপনের প্রোস্টেট (মূত্রাশয় ও মূত্রনালিতে) সমস্যা পুরোনো এবং তিনি বিভিন্ন সময় সিঙ্গাপুর ও ইংল্যান্ডে এর চিকিৎসাও করিয়েছেন। বেশিরভাগ সময়ই তিনি নিয়মিত দেশের বাইরে মেডিকেল চেকআপ করান।