করোনামুক্ত হলেন নাজমুল ইসলাম অপু
করোনা থেকে মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাজমুল ইসলাম অপু। করোনা থেকে মুক্তি মিলেছে তার বাবা-মায়েরও।
বুধবার সংবাদমাধ্যমকে নিজেই করোনা মুক্তির খবর জানান বাঁ হাতি স্পিনার নাজমুল। ‘নাগিন’ খ্যাত এই ক্রিকেটার বলেন, “এখন আমি পুরোপুরি সুস্থ। গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে।”
“আসলে করোনা থেকে মুক্তির অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এত দিন যে বিষণ্নতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে।”
২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নাজমুল অপু ও তার বাবা মা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকেই চিকিৎসা নিয়েই সুস্থ হলেন তারা।
নাজমুল অপু ছাড়াও ক্রিকেটারদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বর্তমান অধিনায়ক তামিম ইকবালের ভাই জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাফিস ইকবাল। তারাও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।