সপরিবারে করোনামুক্ত এখন শহীদ আফ্রিদি
অনলাইন ডেস্ক
স্ত্রী ও দুই কন্যাসহ করোনা মুক্ত হয়েছেন পাকিস্তানি ক্রিকেট অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি।
বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় টুইটারে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেয়া একটি ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুনরায় টেস্ট করিয়েছি। আর কোনো সমস্যা নেই। এই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।
প্রসঙ্গত, গত ১৩ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। সেসময়েও নিজের টুইটার একাউন্টে টুইট করে নিজের করোনা শনাক্তের কথা জানিয়েছিলেন পাকিস্তানের এই তারকা খেলোয়াড়।