অন্তর্বর্তী ও চূড়ান্ত লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

চলতি হিসাব বছরের প্রথম অন্তর্বর্তী লভ্যাংশ ও গত হিসাব বছরের চূড়ান্ত লভ্যাংশের অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
চলতি হিসাব বছরের এপ্রিল-জুন প্রান্তিকের জন্য শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ টাকা ৯৫ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির অন্তর্বর্তী লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৬ আগস্ট।
এদিকে ৩১ মার্চ সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো। সমাপ্ত হিসাব বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদের মোট ৯৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৪ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫ পয়সা।