লুজারের শীর্ষে ইসলামী ব্যাংকের শেয়ার
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার দর সর্বোচ্চ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আগে ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল ১৯ দশমিক ৮০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৭ দশমিক ৪০ টাকায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৪০ টাকা কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গত সপ্তাহে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৭ দশমিক ৪৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫ দশমিক ৪৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৮ শতাংশ, যমুনা ব্যাংকের ৪ দশমিক ৭৬ শতাংশ এবং আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের দর ৪ দশমিক ৫৫ শতাংশ কমেছে।