ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৬ জুলাই, ২০২০ ১২:৫২

লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন

বিগত সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ২১ কোটি ৬০ লাখ ৩৭৩টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ২৫ লাখ ৯৪ হাজার ২৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৩১ লাখ টাকা। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬০  লাখ ৪ হাজার ১০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি  ১৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়র ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম,বাংলাদেশ সাবমেরিন কেবল, ইন্দো-বাংলা ফার্মা, বিকন ফার্মা, ফাইন ফুডস ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

 

উপরে