ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৪ জুলাই, ২০২০ ১২:১১

আইডিএলসি ফিন্যান্সের মুনাফার তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক
আইডিএলসি ফিন্যান্সের মুনাফার তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৩১ টাকা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩.২৮ টাকা । আগের বছর একই প্রান্তিকে ছিল ৪. ১২ টাকা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৭৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.৬৭ টাকা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৫.৪৪ টাকা।

উপরে