ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৩ জুলাই, ২০২০ ১০:৪৮

ম্যারিকোর অন্তর্বর্তী ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অনলাইন ডেস্ক
ম্যারিকোর অন্তর্বর্তী ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকোর পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ (এপ্রিল থেকে জুন) সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অন্তর্বর্তী লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটি ১৮ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৬৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৬.৯৫ টাকা। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির মুনাফা ৪.৬৯ টাকা বা ১৭.৪০ শতাংশ বেড়েছে।

উপরে