পুঁজিবাজারে সূচকের উত্থান
mirpurbarta.jpg)
দেশর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে। তবে উভয় স্টকের লেনদেনে অংশ নেয়া বেশির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২৪০ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৪৪ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১১৩টির, কমেছে ১৭টির এবং পরিবর্তন হয়নি ২০৩টির দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭০ দশমিক ১৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৪ দশমিক ৬৮ পয়েন্টে ও ৯৪৪ দশমিক শূন্য ৩ পয়েন্টে।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা ফার্মা, নাহী অ্যালুমিনিয়াম, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বিএসসিসিএল, বীকন ফার্মা, ইসলামী ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষ কোম্পানি হলো- ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং।
অন্যদিক দর কমার শীর্ষ কোম্পানি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এমবিএল ফার্স্ট ফান্ড, দুলামিয়া কটন, বিডি ওয়েল্ডিং, এএমসিএল (প্রান), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম।
অপর পুঁজিবাজারে আজ সিএসইতে লেনদেনের পরিমাণ ৬ কোটি ২৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭৭ দশমিক ১৬ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক শূন্য ৫ পয়েন্ট, সিএসআই সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮৩৬ দশমিক ৬৬ পয়েন্টে, ১০ হাজার ৭৮ দশমিক ২২ পয়েন্টে, ৭৫১ দশমিক ৬০ পয়েন্টে ও ৭ হাজার ১৬ দশমিক ৮২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫টির এবং কোন পরিবর্তন হয়নি ৯৭টির কোম্পানির শেয়ার দর।