ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১১

একটি দলের কারণে ব্যর্থ হয়েছে একাত্তরের স্বপ্ন: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
একটি দলের কারণে ব্যর্থ হয়েছে একাত্তরের স্বপ্ন: আসিফ নজরুল

১৯৭১ সালে যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা ছিল, তা একটি দলের কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, দেশের প্রতি গভীর ভালবাসা নিয়ে মুক্তিযোদ্ধারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় ঘটেছিল জুলাইয়ের গণঅভ্যুত্থান।

তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা জীবন বাজি রেখে গণতন্ত্র, মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়ছে।"

আইন উপদেষ্টা আরও বলেন, "১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য।"

তিনি আশা প্রকাশ করেন, সেই ব্যর্থতার পুনরাবৃত্তি যেন না ঘটে।

আসিফ নজরুল বলেন, "তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।"

উপরে