ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৮ ডিসেম্বর, ২০২৪ ১০:১৪

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা বিএনপির ৩ সংগঠনের

নিজস্ব প্রতিবেদক
আজ ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা বিএনপির ৩ সংগঠনের

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি  শুরু হবে।

শনিবার কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে ভারতীয় দূতাবাসে স্মারকলিপিও প্রদান করা হবে।’

এদিকে তিন সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, মিথ্যা তথ্য গণমাধ্যমে ছড়ানোসহ বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ করার কথাও ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

উপরে