ঢাকা, বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৪

পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমানহানার ‘প্রতিশোধ’ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালেবান সেনা।রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদত দিয়ে এসেছে পাকিস্তান। লক্ষ্য ইসলামাবাদ?

প্রতিবেদন আরো বলছে, বৃহস্পতিবার কাবুল, কান্দাহার, হিরাট-সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন মির আলি সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় ১৫ হাজার তালিবান যোদ্ধা। যদিও সরকারি ভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনও পক্ষই।

উল্লেখ্য বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত ৪৬ জনের। আফগান সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার গভীর রাতে পাকতিকার বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়। হামলায় নিশ্চিহ্ন হয়ে যায় বারমালের মুর্গ বাজার গ্রামটি।

সর্বশেষ খবর জানা  ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলেছে।

উপরে