ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৪২

নিখোঁজ থাকার ৫ দিন পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালিদ

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ থাকার ৫ দিন পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান ফিরে এসেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনো জানা যায়নি।

তবে শারীরিকভাবে সুস্থ্য আছেন খালিদ।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি তিনি । ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়িয়েছেন বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হলেও মিলছিলনা খালিদের সন্ধান।

খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

উপরে