ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০২

দ্বিতীয় দফায় পাকিস্তান থেকে এলো চিনি, খনিজ পদার্থ ও কাঁচামাল; ভারতের দাবি অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় দফায় পাকিস্তান থেকে এলো চিনি, খনিজ পদার্থ ও কাঁচামাল; ভারতের দাবি অস্ত্র

করাচি বন্দর থেকে কনটেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ। এই দফায়  পাকিস্তান থেক সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। মোট ২৮৫ কনটেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি আনা হয়। চিনির পরিমাণ প্রায় সাড়ে ৭ হাজার টন। এছাড়া আনা হয়, পোশাকশিল্পের কাঁচামাল।

এর আগে গত মাসে স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসে চট্রগ্রাম বন্দরে। এরপরই বিষয়টি নিয়ে মিথ্যাচার করে ভারত। দেশটির গণমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। 

শনিবার দ্বিতীয় দফায় পাকিস্তানের জাহাজ চট্রগ্রাম বন্দরে পৌছানোর পরপরই আবারো মিথ্যাচার শুরু করে ভারতের গণমাধ্যম। ভারতের গণমাধ্যমের এমন দাবি হাস্যকর। অস্ত্র নয়, পাকিস্তান থেকে চিনিসহ বিভিন্ন পন্য প্রকাশ্যে আনা হচ্ছে বাংলাদেশে। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো ইউনূস প্রশাসন পাকিস্তান থেকে জাহাজে করে সরাসরি পন্য আমদানি করছে। এতে করে খরচ ও সময় দুটোই বেচে যাচ্ছে। আর এই বিষয়টিই মেনে নিতে পারছে না ভারত।

উপরে