ঢাকা, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯

রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর ২২নং বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে এখনো পর্যন্ত কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার ভোর সাড়ে ৫টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টা ৪১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

পরবর্তীতে একে একে বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

ফায়ার সার্ভিসের সব কয়টি ইউনিটের প্রচেষ্টায় ভোর ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে  আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

উপরে