৭৯ জন জেলে-নাবিকসহ বাংলাদেশের ২ জাহাজ নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২টি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।
এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের এই দুটি জাহাজ নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দফতর।
সোমবার বাংলাদেশের খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা থেকে ৪২ জনসহ এফভি লায়লা-২ ও ৩৭ নাবিকসহ এফভি মেঘনা-৫ কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড।
কর্মকর্তারা জানায়, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে ঘটনাটি তাদের অবহিত করা হয়েছে। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদ আলম জানান, বিষয়টি সম্পর্কে তিনি জেনেছেন। বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।