ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪ ১৭:৫৭

অপরিহার্য কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
অপরিহার্য কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন: আইন উপদেষ্টা

অপরিহার্য সংস্কারগুলো শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের একশ’ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এবং নির্বাচন কবে হবে- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা আইন মন্ত্রণালয়ের বিষয় নয়। আমরা খুব অপরিহার্য কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব।

‘আমরা চাই না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা বিশ্বাস করুন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। চার বছরের কোনো কথাই বলা হয়নি।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের একশ’ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা।

উপরে