মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠা রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা উন্নতি করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এলাকাবাসীর বিক্ষোভের পর শনিবার রাতেই যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন আটকের তথ্য এসেছে।
শনিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে সেনাবাহিনী, র্যাব-২ ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটকদের মধ্যে আসলাম ওরফে রুবেল ওরফে আলম নামে একজন শুক্রবার রাতে বসিলায় মিনি সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতির হোতা বলে তথ্য দিয়েছেন র্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।
তিনি বলেন, ‘আটকদের মধ্যে ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী, বাকি ৫ জন ছিনতাই-ডাকাতির সঙ্গে জড়িত।’
আইন অনুযায়ী পরবর্তি ব্যবস্থার জন্য আটকদেরকে এরইমধ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সরকার পতনের পর থেকে রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠে মোহাম্মদপুর। গোলাগুলি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র হাতে মারধর-হামলা প্রতিদিনের চিত্র হয়ে ওঠে। গোলাগুলি ও মারপিটে এক মাসের মধ্যে নিহত হয়েছে অন্তত তিনজন। মাদকের কারবার নিয়ে আধিপত্য ধরে রাখতে গুলি করা হয়েছে আরও কয়েকজনকে।