বাংলাদেশে চরম দারিদ্র্যসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: ইউএনডিপি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে প্রায় চার কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং ছয় দশমিক পাঁচ শতাংশ মানুষ চরম ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং ইউএনডিপি যৌথভাবে বৃহস্পতিবার ‘গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স ২০২৪: পোভার্টি অ্যামিড কনফ্লিক্ট’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে।