ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
আপডেট : ১ মে, ২০২১ ০৪:৫৪

হাসপাতালে করোনা রোগীর চাপ কমছে

অনলাইন ডেস্ক
হাসপাতালে করোনা রোগীর চাপ কমছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কিছুদিন পূর্বে হাসপাতালগুলো করোনার রোগীতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। গুরুতর রোগী, যাদের নিবিড় পরিচর্যা প্রয়োজন তাদের আইসিইউ বেড পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই আবস্থা থেকে এখন কিছুটা ভালো বলা যায়। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি কমতে শুরু করেছে।

দু-একটি হাসপাতালে আইসিইউ বেডও ফাঁকা রয়েছে। তবে আগামীতে রোগী বাড়লে তা যেন সামাল দেয়া যায় তারও প্রস্তুতি রাখছে হাসপাতালগুলো। যে কোনও সময় রোগীর চাপ সামাল দিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে অক্সিজেনের ব্যবস্থা।

গেল ২৪ ঘন্টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৮ জন করোনা রোগী ভর্তি হয়েছে। তবে হাসপাতাল ছেড়েছে ৩৭ জন। ভর্তির চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার বেশি। কোভিড রোগীর জন্য নির্ধারিত ৩০০ শয্যার মধ্যে ভর্তি রয়েছে ২৫৪ জন।

এদিকে, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে ১৯০টির বেডের মধ্যে ১০০টিই এখন ফাঁকা রয়েছে। আইসিইউ ফাঁকা রয়েছে ৫টি।

 

 

 

উপরে