চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু বৃহস্পতিবার
প্রায় ৫৫ বছর পর বাংলাদেশ ও ভারতের নতুন রেল করিডোর চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু হচ্ছে বৃহস্পতিবার।
দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার নতুন এই রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। জানা গেছে, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথ বন্ধ হয়ে যায়। এ রেলপথ চালু করতে ২০১৮ সালে নতুন প্রকল্প নেয় সরকার। ২০১৮ সালের ০১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ ছিল। কাজ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের দেড় মাস আগেই এ রেলপথে ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৭টি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে ৪টিতে রেলওয়ে সংযোগ স্থাপিত হয়েছে। বর্তমানে ৫ম ইন্টারচেঞ্জ পয়েন্ট হিসেবে চিলাহাটি-হলদিবাড়ী রেল সংযোগটি সংযোজিত হচ্ছে।
চিলাহাটি ও চিলাহাটি বর্ডার রেলপথটি চালু হলে বাংলাদেশের মোংলা পোর্ট এবং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব অংশ, নেপাল এবং ভূটানের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য যোগাযোগ অবকাঠামো মানোন্নয়নের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম জোরদার হবে।
এছাড়াও, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভার্চ্যুয়ালি বৈঠকের আগেই বৃহস্পতিবার দুদেশের মধ্যে ৪টি সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে এসব চুক্তি ঘোষণা করা হবে। যে ৪টি চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেগুলো হলো- দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, দুই দেশে মধ্যে হাতি সংরক্ষণ সহযোগিতা, বরিশালে একটি পয়ঃনিষ্কাশণ প্ল্যান্ট তৈরি ও কমিউনিটি উন্নয়ন প্রকল্প।