ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০ ০৭:১০

রোহিঙ্গা ফেরাতে দক্ষিণ কোরিয়ার সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ফেরাতে দক্ষিণ কোরিয়ার সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার সমর্থন প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অব কোরিয়া) নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জ্যাং কুয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে এ আহ্বান জানান।

এ সময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষত হাইটেক পার্কগুলোতে ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বড় আকারে বিনিয়োগ করতে পারে।

রাষ্ট্রদূত লি জ্যাং-কুয়েন তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্সে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কোরিয়ান ব্যবসায়ীরাও বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী।

নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

উপরে